শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আমরা আরো এগিয়ে যেতে চাই শিল্পমন্ত্রী আমু

0
16

রিপোর্ট: ইমাম বিমান: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার যেগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে তাই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আমরা আরো এগিয়ে যেতে চাই। বর্তমান সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত থাকলে আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। ২৪ মার্চ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এ কথা বলেন।

এ সময় শিল্পমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, আর সে লক্ষ্য ও উদ্দেশ্য হলো বিশ্বের বুকে বাঙালি জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করানো। স্বাধীনতা পূর্ব কালীন সময় বাঙালি জাতি ছিল বিভিন্ন জাতি দ্বারা নির্যাতিত, নিপিড়িতএবং শোষিত হয়েছিল আর সেই শোষণের জাঁতাকল থেকে মুক্তি পাবে বলেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেশ স্বাধীনের পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধকে হত্যার পরে যারা দেশ পরিচালনা করেছিলেন, তারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আজ বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অন্যতম দিক হলো, আমরা সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই উন্নয়ন হচ্ছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা শেখ হাসিনাকে ১৯ বার প্রানাশের চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন, আর তিনি বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আগামীতে শেখ হাসিনাকে নিয়েই আমরা আরো এগিয়ে যেতে চাই। তাই এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই, আপনাদের ভোট দিয়ে প্রমান করতে হবে আপনারা উন্নয়ন চান। আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সমাবেশে জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে পৌর মিনিপার্কে গিয়ে শেষ হয় পরে জেলা প্রসাশন কতৃক আয়োজিত নৌকা বাইচ প্রতিযুগিতা ও নৌকা শোভাযাত্রার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান।
আনন্দ শোভাযাত্রা, নৌকা বাইচ প্রতিযুগিতা ও সমাবেসে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। এতে প্রায় ১৪০ টি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও রয়েছে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলো।