শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের নেতৃত্ব দিতেন : তথ্য প্রতিমন্ত্রী

0
42

নিউজ ডেস্ক:

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের নেতৃত্ব দিতেন। তিনি বলেন, একই ভাবে আনন্দের সাথে আজ তার জন্মদিন পালন হতো ।
প্রতিমন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফালগুনী হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট নাট্যজন ম. হামিদ, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ।
মুরাদ হাসান বলেন, “স্বপরিবারে জাতির পিতার হত্যা কান্ড ছিল পৃথিবীর জঘন্যতম বর্বরোচিত হত্যাকান্ড। বেঁচে থাকলে আজ শেখ রাসেলের জন্মদিন খুব আনন্দের সাথে সমগ্র বাংলাদেশে পালিত হতো। কিন্তু খুনিরা পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তাকেও নৃশংস ভাবে হত্যা করে ।
‘আজ জন্মদিন উৎসবের নয়, বেদনাদায়ক চিত্তে শেখ রাসেলকে জানার দিন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী ছোট্ট রাসেলেকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘শেখ রাসেল জাতির পিতাকে খুব বেশি কাছে পাননি কিন্তু তিনি জাতির পিতাকে খুবই অনুসরণ করতে। শিশু বয়সেই মুজিব কোর্ট ,প্রিন্স স্যূট পড়তেন এবং জাতির পিতার মত উন্মুক্ত চলাফেরা করতে পছন্দ করতেন। ’