বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শুরু হয়েছে টিকফার তৃতীয় বৈঠক !

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় বৈঠক শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উচ্চ পর্যায়ের এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। প্রতিনিধিদলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ ২১ সদস্য অংশ নেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ মার্ক লিনসকট। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটসহ ১৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধিকার সহজীকরণ, বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা কমানো, ওষুধ আমদানি প্রক্রিয়া স্পষ্টকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও এনার্জি সেক্টরে বিনিয়োগ, চুক্তি বলবৎকরণ, সরকারি ক্রয় পদ্ধতি ও লেবার ইস্যুতে আলোচনা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সর্ম্পক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রপ্তানি বাজার। ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ২২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি হয়েছে।

২০১৩ সলের ২৫ নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়। ওই চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম বৈঠক ঢাকায় হয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এর দ্বিতীয় বৈঠক হয়।

এটি টিকফা কাউন্সিলের তৃতীয় সভা। বিকেল সাড়ে ৫টায় শেষ হবে। এরপর বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব এবং শ্রম ও কর্মসংস্থান সচিব সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular