বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শিক্ষা হতে হবে মানবিক নৈতিক যুগোপযোগী: বিজিবি মহাপরিচালক !

নিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ভবিষ্যত প্রজন্মকে সম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই। তবে সে শিক্ষা হতে হবে মানবিক, নৈতিক, যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা।

সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে আমাদের দৃষ্টিতে একটি শ্রেষ্ঠ স্কুল কেমন হওয়া উচিত শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে চার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

আবুল হোসেন বলেন, বিজিবি পরিচালিত প্রতিষ্ঠানসমূহে শিক্ষার প্রত্যাশিত মানোন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই প্রচেষ্টার সফল বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিশেষ দৃষ্টি ও পদক্ষেপের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি শতভাগ শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

সম্মেলনের শুরুতে এর উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩১ আগস্ট সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular