বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শাহরুখের প্রিয় তিন চরিত্র !

নিউজ ডেস্ক:

বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে কত রূপেই না হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কখনও ভিলেন, কখনো প্রেমিক, দেশপ্রেমী সৈনিক কতকিছু।
এখন শাহরুখ অভিনয় করছেন বামন চরিত্রে। কিন্তু শাহরুখের প্রিয় চরিত্র কী?

শাহরুখ নিজেই জানিয়েছেন এ তথ্য। রঙিন পর্দা থেকে নয়, বাস্তবের জীবনের তিনটি চরিত্রের কথা বলেছেন তিনি। এগুলো হলো তার বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। মেয়ে সুহানার মধ্যে শাহরুখ মায়ার প্রতিকৃতিটাই বেশি দেখতে পান। ছেলে আরিয়ানের মধ্যে স্টাইল ও ছোট ছেলে আব্রামের মধ্যে তিনি খুঁজে পান আনন্দ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular