বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শাহরুখের নারী দেহরক্ষী নিয়োগ !

নিউজ ডেস্ক:

ভালোবাসার দৌরাত্ম এড়াতে এবার নারী দেহরক্ষী নিয়োগ করলেন বলিউড কিং শাহরুখ খান। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

শাহরুখের বক্তব্য, তাঁর শরীরে নারী ফ্যানদের নখের চিহ্নে বড় সমস্যায় পড়ছেন তিনি। আগে স্ত্রী প্রশ্ন করত। এখন মেয়েও বড় হয়েছে। তাই নারী ফ্যানদের হামলা এড়াতে নারী রক্ষী নিয়োগ করলেন তিনি।

এতদিন তাও সামাল দেওয়া যেত। ছেলেমেয়েরা ছিল ছোট। সাকসেস, ফ্যান নানা গল্প কথায় ঘরণীকে বললে শুনত। এখন মেয়ে বড় হয়েছে। তার হাজার প্রশ্ন- কিন্তু ঘরের বাইরের এঁরা তো বোঝে না-দূর থেকে দেখছো, হাই, হ্যালো করছো-ঠিক আছে। তাই বলে শরীরে নখের দাগ?

এ নিয়ে বেজায় বিপদে শাহরুখ খান। এবার তাই ঠিক করেছেন ঘর বাঁচাতে নারী বডিগার্ড রাখবেন। তাতেও কী সামাল দেওয়া যাবে ? মনে হয় না। সিমরণরাতো চিরকালই শতবাধা দূরে সরিয়ে রাজের কাছেই  ফিরে আসে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular