এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী তিনমোহনা মোড়ে ঢাকাগামী পরিবহন ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে।
স্থানীয়রা জানায় মঙ্গলবার (২৯শে মে) ভোর ৪টার দিকে শ্যমলাগাছি তিনমোহনা মোড়ে পরিবহন ও নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় দুর্ঘটনার খবর শুনে দ্রুত স্থারীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরুকরে।তারা আসার আগেই পরিবহন দ্রুত চলেযায়।নছিমনের যাত্রীরা সকলেই বাগানে আমভাঙ্গার উদ্যেশ্য যাচ্ছিল।এরা শ্যামলাগাছি তিনমোহনা মোড়ে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন সামনে থেকে এসে নছিমনকে মেরেদিলে ঘটনাস্থলেই দু’জন মারাযায়।এতে আহত হয় আটজন। নিহত দুজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কুমুরি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৭) ও একই গ্রামের নূরআলী সর্দারের ছেলে জিয়াউর রহমান (৩৫)।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান পরিবহনের নাম জানাযায়নি তবে খুজেবের করাহবে।তিনি বলেন এরা সকলেই আম ভাঙতে যাচ্ছিল পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
আহতদের তিনজনকে বাগআঁচড়া বাজারের আমিনা ক্লিনিকে ও অন্য পাচজনকে নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তিকরা হয়।আহতরা হলেন ঝিকরগাছার কুমুরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাওন(১৬) আবুল হোসেনের ছেলে তাজু(১৮) ও ইয়কুব্বার আলীর ছেলে ইমরান (২০) ফারুক হোসেনের ছেলে জাহিদ(২৪) জাকের আলীর ছেলে কামাল (২৯)জানালী সর্দারের ছেলে আইউব(২৫) ইসমাইল হোসেনের ছেলে ছিদ্দিক(৩০) ও কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলো ইসমাইল (৩০) এরা সকলেই আশংকামুক্ত বলে চিকিৎরা জানিয়েছেন।