নিউজ ডেস্ক:
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে রেকর্ডসংখ্যক সর্বোচ্চ ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম মনোনয়ন তালিকায় জমা পড়েছে। এ তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, মার্কিন গোয়েন্দা নজরদারির গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড গ্রোডেনসহ আরও অনেকে রয়েছেন। বৃহস্পতিবার নোবেল ইন্সটিটিউট এ তথ্য প্রকাশ করেছে। খবর ডেইলি মেইলের।
তবে ট্রাম্পের বিষয়টি গত বছরও এ তালিকায় ছিলেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। নোবেল ইন্সটিটিউট বলছে, ২০১৭ সালে ২১৫ ব্যক্তি ও ১০৩ প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছে।