শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে বাঁচার লড়াই ৮ বছরের শিশুর!(ভিডিও)

0
45

নিউজ ডেস্ক:

ভিরসাভিয়া। বয়স মাত্র ৮, জন্মস্থান রাশিয়ায়।

মেয়েটি বেঁচে আছে ঠিকই কিন্তু তার হৃৎপিণ্ড শরীরের বাইরে। আর এভাবেই বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই রুশ শিশুটি।

ভিরসাভিয়ার মা বলেন, জন্মের পর থেকেই তার মেয়ের হৃৎপিণ্ড ওইভাবে ধুঁকপুক করতে শুরু করে তার শরীরের বাইরে। এমনকী, জন্মের পর তার মেয়েকে খুব কম দিনেরই অতিথি বলে ধরে নিয়েছিলেন তারা। কিন্তু, সেইসব ভাবনার মাঝেই ৮ বছর পার করে দিয়েছে ভিরসাভিয়া।

নিজের সম্পর্কে ভিরসাভিয়া বলছিল, ‘আমি খেলাধূলা করি, জাম্প দিই সবই করি তবে আমি সবসময় পাতলা কাপড় পরিধান করি যেন আমার হৃদপিণ্ড কষ্ট না পায়। ‘

মেয়েটির চিকিৎসার জন্য সম্প্রতি তাকে নিয়ে ফ্লোরিডায় এসেছেন তার বাবা-মা। কিন্তু, তার ব্লাড প্রেসার বেশি হওয়ায়, চিকিৎসা করাতে বেশ সমস্যায়ই পড়তে হচ্ছে বলে জানা গেছে। একদিন না একদিন তাদের সন্তানের সঠিক চিকিৎসা হবে বলেই আশা প্রকাশ করেছেন ভিরসাভিয়ার মা।