বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লেবাননে ইসরায়েলের হামলায় ১১ জন নিহত

যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ১১ জন নিহত হয়েছে। যাদের মধ্যে একজন স্টেট সিকিউরিটির কর্মকর্তা রয়েছেন। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

এর আগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর পরও ইসরায়েলের বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হন এবং জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল পাল্টা বেশ কয়েকটি বিমান হামলা চালায়, এতে অন্তত ৯ জন নিহত হন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিজবুল্লাহ সোমবার জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘলের ফলে ‘প্রাথমিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে কফার শুবার পাহাড়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এই এলাকা লেবানন তার নিজের এলাকা হিসেবে দাবি করে থাকে।

হিজবুল্লাহ আরও বলেছে, গত বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে, দেশের দক্ষিণে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এবং বৈরুতসহ লেবাননের আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমান উড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের এই হামলায় দক্ষিণ লেবাননের হারিসে ৫ জন এবং তালুসাহতে ৪ জন নিহত হয়েছেন।

সূত্র- আল জাজিরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular