লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক রাতে নিহত হয়েছে ৫২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। শুক্রবার (১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা এনএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।
এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দা।