লালপুরে জাতীয় পার্টির গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ

0
18

নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুরে জাতীয় পার্টির গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের জন্য লালপুর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
২রা আগষ্ট (বুধবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ প্রেস বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, গত ১লা আগষ্ট ১৭ইং নাটোর থেকে প্রকাশিত ”দৈনিক উত্তর কন্ঠ” প্রত্রিকায় ”লালপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা” নামক শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পন্ন ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা ও জাতীয় পার্টির গঠনতন্ত্র বিরোধী।
খবরটিতে উল্লেখ করা হয়েছে, ”কদিমচিলান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাসুদ রানা সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথী লালপুর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথী থানা জাতীয় পার্টির উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, লালপুর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা সদস্য নাহারুল ইসলাম, মোনায়েম খান, সাহাবুল ইসলাম ও আব্দুল হাই প্রমূখ”। খবরটিতে যাদের নাম ও পদবী (উপদেষ্টা ও উপদেষ্টা সদস্য) উল্লেখ করা হয়েছে তা উপজেলা জাতীয় পার্টির গঠনতন্ত্রে নেই। এমনকি তাদের সঙ্গে জাতীয় পার্টির কোন সম্পর্কও নেই এবং মাসুদ রানা সোহেল কদিমচিলান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতিও নন। জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এসব কুচক্রী মহল পত্রিকায় নিউজ করেছে। এমন মিথ্যা, বানোয়াট ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।