বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লামায় সুরসপ্তক সাংস্কৃতিক একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী !

মো.ফরিদ উদ্দিন.লামা বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় সুরসপ্তক সাংস্কৃতিক একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী বলেছেন, শুদ্ধ সাংস্কৃতির চর্চা শিশু-কিশোর ও যুব সমাজকে সুশৃংখল জীবন যাপনে সহায়ক ভুমিকা পালন করে। এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড চলমান থাকলে সুস্থ দেহ এবং সুন্দর মন-মানসিকতা সম্পন্ন প্রজন্ম তৈরী করা সহজ হয়। শনিবার সন্ধ্যায় উপজেলা শহর মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

শুরুতে পৌর মেয়র জহীরুল ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকির শুভ উদ্বোধন করেন। অতপর একাডেমির অধ্যক্ষ দীপলাল চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা মোঃ ইমতিয়াজ বিশেষ অতিথি এবং প্রেসক্লাব সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিয়দর্শী বড়–য় সংবর্ধিত অতিথি ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular