মো.ফরিদ উদ্দিন, লামা : বান্দরবানের লামায় পরিত্যাক্তবস্থায় একটি দেশীয় কাটা বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। ২৪ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে এগারোটায় পৌরসভার ৮ নং ওয়াে যাত্রী ছাউনির বসার স্থান থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্রে জানাগেছে, বুধবার রাত ১১ টায় আলীকদম সেনা জোন সোর্সের মাধ্যমে জানতে পারেন যাত্রী ছাউনির ঢেলনিতে একটি প্লাষ্টিক বাজারের ব্যাগে বন্দুকের নল দেখা যাচ্ছে, কিন্তু ব্যাগের কোন মালিক নেই। খবর পেয়ে জোনের উপ অধিনায়ক মেজর আবদুল কাদের সাড়ে ১১ টায় টহল নিয়ে ঘটনাস্থলে পৌছেন। ঘটনাস্থলে পৌছে সেনা সদস্যরা যাত্রী ছাউনিতে পরিত্যাক্তবস্থায় ওই ব্যাগ খুলে ১টি দেশীয় কাটা বন্দুক, একটি কম্বেট কালারের প্যান্ট, ১টি কালো রঙের হেড ও এক জোড়া কালো প্লাষ্টিকের নাগরা জুতা উদ্ধার করেন। রাত পৌনে বারোটায় লামা থানায় খবর দেয়া হলে, তাৎক্ষনিক এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাটা বন্দুকসহ উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা বানিয়ে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোন সন্ত্রাসী নেশাগ্রস্থ হয়ে নিজের অজান্তে যাত্রী ছাউনিতে অস্ত্রের ব্যাগ রেখে চলে যায়।