মো,ফরিদ উদ্দিন,লামা :
লামায় জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবসের মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী)
বান্দরবানের লামায় জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপতরের সার্বিক সহযোগিতায় “থাকলে কণ্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। পিআইও কর্মকর্তা মজনুর রহমান, মৎস্য কর্মকর্তা জয় বণিক,লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও তথ্য কর্মকর্তা রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া সরকারী দপ্তরসমূহের প্রধানগণ, সাংবাদিক, মহিলা সমিতির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন,মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাল্যবিবাহ রোধ করতে আপনাদের এগিয়ে আসতে হবে এবং প্রসাশনকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।