গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার কিছুুদিন যেতে না যেতেই নির্বাচন অনুষ্ঠানের দাবি ওঠে বিএনপির পক্ষ থেকে। ওই দাবি এখনো বিদ্যমান। দলটির বক্তব্য হলো- সংস্কার চাই তবে বিলম্ব নয়। তাদের দাবি যৌক্তিক কিছু সংস্কার করে নির্বাচনী প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা বর্তমান সরকারের দায়িত্ব।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠকে নির্বাচনী রোডম্যাপসহ আরো বেশকিছু বিষয় যেমন অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং নির্বাচনী তৎপরতা নিয়েও আলোচনা এবং করণীয় ঠিক করতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন মির্জা ফখরুল ইসলাম।
এ ছাড়াও বিএনপির এই দুই শীর্ষ নেতার বৈঠকে অর্ন্তর্বতী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার অধিকতর প্রচারণা ও তা কার্যকরের উপায়, দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে।