শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

লক্ষ্মীপুরেও চলছে পরিবহন ধর্মঘট

মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি: ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে সড়ক পরিবহন ধর্মঘট। আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার থেকে সব ধরনের যানবাহন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।
ধর্মঘট চলাকালে জেলা থেকে দূরপাল্লাগামী বাস ছোটবড় সব ধরণের যানবাহন বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন।
এদিকে সকালে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লাগামী সব ধরনের বাস বন্ধ রাখা হয়েছে। খোলা হয়নি কোন বাস কাউন্টার। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাসা না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।
পরিবহন শ্রমিক নেতারা জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় ফেডারেশন ৪৮ ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছে। দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular