বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লক্ষীপুরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক এম জে আলম গুরুত্বর আহত হয়েছে। আজ বুধবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের এলজিইডি কার্যালয় সংলগ্ন ঢাকা-রায়পুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আহত হওয়া খবর শুনে ল²ীপুর সদর হাসপাতালে ছুটে যান আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাফিজ উল্যা,সহ সকল সংবাদকর্মীরা ছুটে যান।

সাংবাদিক এম জে আলম দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও লক্ষীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি।

প্রত্যদশীরা জানায়, পেশাগত দায়িত্ব পালনে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে সিএনজি যোগে শহরে আসছিলেন। এলজিইডি এলাকায় পৌছালে একটি যাত্রীবাহী বাস (আনন্দ) সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির ভিতরে থাকা সাংবাদিক এম জে আলমের মাথায় গুরুত্বর আঘাত লাগে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন প্রতিবেদককে জানান, সাংবাদিক সাহেব মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular