রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পক্ষে ভোট দেয়নি চীন, ভারত ও রাশিয়া: তোফায়েল

0
20

নিউজ ডেস্ক:

মিয়ানমার নিয়ে নিজস্ব স্বার্থ আছে বলেই জাতিসংঘে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পক্ষে ভোট দেয়নি চীন, ভারত ও রাশিয়া। রবিবার সকালে সচিবালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় তোফায়েল আহমেদ বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারবো বলে আশা করি; তবে বিষয়টি অনেক কঠিন হবে।

রোহিঙ্গাদের বিষয়ে নেয়া প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা না করায় তিনি বলেন, বিরোধীতার খাতিরে সব কিছু নিয়ে বিরোধীতা করে বিএনপি। মন্ত্রী বলেন, এমন ছোট মন নিয়ে রাজনীতি করে কখনও সফল হতে পারবে না বিএনপি।

উল্লেখ্য, জাতিসংঘের সামাজিক, মানবিক ও মানবাধিকার বিষয়ক এজেন্ডা নির্ধারণী কমিটিতে রোহিঙ্গা সমস্যার বিষয়ে একটি রেজ্যুলেশনের পক্ষে ১৩৫টি রাষ্ট্র ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে চীন ও রাশিয়াসহ ১০টি দেশ। ভারতসহ ২৬টি দেশ কোনো পক্ষেই ভোট দেয়নি। এছাড়া অনুপস্থিত ছিল ২২টি দেশ।