রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী !

0
19

নিউজ ডেস্ক:

নিজ হাতে ঢালাই দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘রিঅ্যাক্টর বিল্ডিং’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি এ কাজের উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টার দিকে আকাশপথে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ১ হাজার ৬০ একর জমির উপর এ বিদ্যু‍ৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। এর মধ্যদিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরমাণু ক্লাবে (নিউক্লিয়ার নেশন) যুক্ত হবে। বাংলাদেশ হবে এ ক্লাবের ৩২তম দেশ। বর্তমানে বিশ্বের ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট চালু রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে সরকার ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে। পরে ২০১৩ সালে ঋণচুক্তি সই হয়। কেন্দ্রটির প্রথম ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন মূল নির্মাণকাজ শুরু হলো।

মোট দুই হাজার ৪০০ মেগাওয়াটের কেন্দ্রটির প্রথম ইউনিট এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনে আসবে ২০২২ সালের ডিসেম্বরে। আর দ্বিতীয় ইউনিট আসবে পরের বছর।