রাস্তা ব্লক করলেই কঠোর হবে পুলিশ

0
19

নীলকন্ঠ ডেক্সঃ

কোটা সংস্কার আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলেই পুলিশ কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন। শনিবার (১৩ জুলাই) নিউজ টোয়েন্টিফোরকে এ কথা জানান তিনি।

মহিদ উদ্দিন বলেন, রোববার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। পুলিশের গাড়ির ওপরে ওঠা অছাত্রসূলভ আচরণ।

আন্দোলনে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে।

কোটা সংস্কার আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তল দেশ। আন্দোলনে রাজধানীর শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, শনিবার দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন তারা। পূর্বঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলবে। আজ বিকেল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিং করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

আন্দোলোনের পর থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ একাধিক মন্ত্রীরা কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন। এবং এই আন্দোরনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির ইন্ধন রয়েছে বলেও উল্লেখ করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে। এমন এক পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।