রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষীপুরের রামগঞ্জে ক্ষুদ্র ব্যাবসা, কৃষিসহ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহজ কিস্তিতে ঋন বিতরন করে সহযোগীতা করবে রামগঞ্জ ব্যাংক ফোরাম। ফোরামের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফের সাথে উপজেলার ১৭ টি ব্যাংকের ব্যবস্থাপকদের এক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
এছাড়াও ব্যবস্থাপকরা সাধারন মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে ভবিষ্যতে তাদের সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে ব্যাংক ফোরামের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সোয়েব চৌধুরী এর সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান শাহাজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এস এম সান্তুলুৃ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, পূর্বালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম নয়ন, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আমিন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক হারুনুর রশিদ, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শহীদুর রহমান,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মনির আহম্মেদ, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক রাশেদ চৌধুরী, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক মাহাতাব উদ্দিন, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ আলী, এশিয়া ব্যাংকের সিরাজুল ইসলাম, শাহাজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাঈন উদ্দিন,আনসার বিডিপি ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন প্রমূখ।