জুবাইর হোসেন (রাবি প্রতিনিধি)
“সমস্ত সত্তারস্বাধীনতার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টার সুসমস্বয়সাধনের মাধ্যমে বিশ্বব্যাপী সংহতিকে সমর্থন করা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ২০ ও ২১ ডিসেম্বর চলবে এই সম্মেলন।
১০ ডিসেম্বর (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্যার জগদীশ চন্দ্র বসু ভবনে একটি সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।
১৫ সদস্যবিশিষ্ট “এক্সিকিউটিভ বোর্ড মেম্বার” ও ৫টি কমিটি নিয়ে এবারের আয়োজন করা হয়েছে। কমিটিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশ বিষয় বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
প্রেস কনফারেন্সে RUMONA’র প্রধান উপদেষ্টা, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল বলেন, “ছায়া জাতিসংঘ সম্মেলনটি তরুণদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ করে দেবে। এবারের আয়োজন ৫টি কমিটি নিয়ে হবে এবং প্রতিটি কমিটির আলোচ্য বিষয় মূল প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।”
অনুষ্ঠানে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান বলেন, ২০১৫ সাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে আন্তর্জাতিক মানের এই ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু সম্মেলনের আয়োজনই নয়, এই সংগঠন শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সাহায্য এবং পথশিশুদের শিক্ষার সহায়তায় বিভিন্ন সামাজিক উদ্যোগেও অবদান রেখে চলেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ হাসান নকীব, এছাড়াও উপস্থিত থাকবেন, আরইউমুনার প্রধান উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান ও প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রথম দিন, ২০ ডিসেম্বর, ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন, ২১ ডিসেম্বর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।