রাবিতে সাত হল প্রভোস্ট ও ৩১ হাউজ টিউটরের পদত্যাগ

0
3

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেনো পদত্যাগের হিড়িক লেগেছে। এবার জানা গেলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত হলের প্রভোস্ট ও ৩১ জন হাউজ টিউটর পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাবির রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রভোস্ট ও হাউস টিউটররা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে গত ৮ আগস্ট উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং দুই উপউপাচার্যসহ একসঙ্গে মোট ৪০ জন প্রশাসক, কর্মকর্তা, প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর পদত্যাগ করেন।

সর্বশেষ রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক, রহমাতুন্নেছা হলের অধ্যাপক হাসনা হেনা, তাপসী রাবেয়া হলের অধ্যাপক জুয়েলী বিশ্বাস, খালেদা জিয়া হলের অধ্যাপক হোসনে আরা খানম, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া, মুন্নুজান হলের অধ্যাপক রশীদা খাতুন এবং শহীদ জিয়াউর রহমান হলের অধ্যাপক নাসির উদ্দিন পদত্যাগ করেন। তাদের সঙ্গে হলগুলোর ৩১ জন হাউজ টিউটরও পদত্যাগ করেন।