নিউজ ডেস্ক:
রাজশাহী নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় পুকুরে ডুবে কামাল হোসেন (৭০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার স্টেশন সূত্র মতে, বৃদ্ধ কামাল হোসেন ওই পুকুরে দুপুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয়রা কামালকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন স্থানীয়রা। ডুবুরি দল পানিতে নেমে দুপুর একটার দিকে কামলাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় রামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা কামলা হোসেনকে মৃত ঘোষণা করেন।