নিউজ ডেস্ক:
নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে শনি ও রবিবারের গুড়ি গুড়ি বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। শুক্রবার দিবাগত রাত দেড়টার পর গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। যা শনিবারের পর রবিবারও অব্যাহত রয়েছে। এতে বেকায়দায় পড়েছে কর্মমুখী মানুষ।
আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সোমবার থেকে অবস্থার উন্নতি হবে।
সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি উত্তর অথবা উত্তরপূর্ব দিকে সরে আসতে পারে।
আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে থাকবে, তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজ রবিবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।