বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার !

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ছেলে শিশুর (১ বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাজলা নয়ানগর ৪১/বি ছয় তলা ভবনের নীচ তলার সিঁড়ির সামনে ওই শিশুর লাশ দেখে পুলিশের খবর দেয় বাড়ির লোকজন।

পরে পুলিশ রাত ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়,  মালিকসহ ভাড়াটিয়ারা বসবাস করেন বাড়িটিতে। সন্ধ্যায় নীচ তলার বাসিন্দা মসজিদে যাওয়ার জন্য দরজা খুলে দেখেন সিঁড়ির সামনে শিশুটি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ওই বাড়ির বাসিন্দা ও স্থানীয়রা আসলেও তাদের কেউ শিশুটি শনাক্ত করতে পারেনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, কে বা কারা শিশুটি  লাশ ফেলে গেছে ওই বাড়ির সামনে। শিশুটির পরিচয় শনাক্ত হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির শরীরে তেমন কোন আঘাত নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular