নিউজ ডেস্ক:
রাজধানীর দয়াগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে বাবুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল গেন্ডারিয়ার ডিআইটি এলাকায় থাকতেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেকে এসে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
ময়নাতদন্তের জন্য বাবুলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।