নিউজ ডেস্ক:
রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ করেছেন হজযাত্রীরা। টাকা দিয়েও ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল হওয়ায় হজে যেতে না পারার অনিশ্চয়তায় এ বিক্ষোভ করেন তারা।
হজ এজেন্সিগুলোর প্রতারণা, গাফিলতি ও অতি মুনাফা লোভের কারণে এ অনিশ্চয়তা তৈরি হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠু সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হজযাত্রীরা।
বিক্ষোভকারী এক হজযাত্রী জানান, হজে যাওয়ার জন্যে সবার কাছ থেকেই সব ধরনের ফি নিয়েছে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল। কিন্তু ২৬ আগস্ট (শনিবার) হজ ফ্লাইটের শেষ সূচি হলেও এখনও পর্যন্ত তারা প্লেনের টিকিট পাননি। এরই মধ্যে ওই এজেন্সির স্বত্তাধিকারী সাইফুল ইসলামেরও কোনো খোঁজ নেই। আমরা এই প্রতারকের শাস্তি চাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ থেকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে। এবার হজ ফ্লাইট শুরুর পর থেকে ভিসা জটিলতায় ও হজযাত্রীদের বাড়ি ভাড়া সংক্রান্ত কারণে প্রায় ২৪টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
নিয়ম অনুসারে, হজযাত্রীদের ফ্লাইটের আগেই সৌদি আরবে বাড়ি ভাড়া করে ভাড়ার রসিদ ও বিমানের টিকিট নিশ্চিত করে হজ অফিস থেকে ডিও লেটার নিতে হয়। সৌদি আরবে বাড়ি ভাড়া না করার কারণে অনেক হজ যাত্রী ভিসা পেয়েও যেতে পারছেন না। তবে এ সমস্যা সমাধান অনেকাংশে হয়ে গেছে বলে জানান হজ অফিস পরিচালক এম সাইফুল ইসলাম।
বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে।