রাজধানীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

0
3

রাজধানীর কল্যাণপুর শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, পানির অভাবে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে। নতুন ইউনিট পৌঁছানোর আগেই আগুন পুনরায় জ্বলে ওঠে।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা ধারণা করছেন, কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পার্সেল, ডকুমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

একই রাতে চট্টগ্রাম নগরের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটেও আগুন লাগে। রাত সোয়া ১০টার দিকে শুরু হওয়া আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আনে।