বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজধানীতে পুলিশি অভিযানে মাদকসহ আটক ৪৬ !

নিউজ ডেস্ক:

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে ২০ হাজার ৬৬২ পিস ইয়াবা, দুই কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩০০ বোতল ফেনসিডিল ও ২০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এছাড়া, আটককৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত বলেও জানানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular