নিউজ ডেস্ক:
রাজধানীর মহাখালীর রসুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সরকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা রাজু জানান, কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। রাজুর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।