রাজধানীতে এক লাখ ইয়াবা জব্দ, আটক ৩ !

0
26

নিউজ ডেস্ক:

রাজধানীর মধ্য বাড্ডা থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হয়। পরে ভেতরে তল্লাশি করে ইয়াবা জব্দ এবং ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আবু তাহের, মো. লুৎফর রহমান ও মো. শাহাদাত হোসেন ওরফে সোহাগ। এ ঘটনায় বাড্ডা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।