রাজধানীতে আট ‘ভুয়া ডিবি’ আটক !

0
23

নিউজ ডেস্ক:

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ওই আট ভুয়া ডিবিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল ও একটি গাড়িসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।