বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

রাজকে এক অদ্ভুত নামে ডাকেন শুভশ্রী! জেনে নিন সেই আদরের ডাকনাম !

নিউজ ডেস্ক:

ব্যস্ততার মাঝেই টুক করে বেড়িয়ে এলেন রাজ-শুভশ্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, লাস ভেগাসের রাস্তা চষে বেরিয়েছেন নবদম্পতি।

মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিপের অ্যালবাম থেকে বহু ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখান থেকেই জানা গেল রাজ চক্রবর্তীকে ভালবেসে কোন নামে ডাকেন শুভশ্রী।

ঘুরে এসে একেবারে ভোল বদলে ফেলেছেন রাজ। দাড়ি-গোঁফ কামিয়ে ক্লিন-শেভড লুকেও মুগ্ধ করেছেন স্ত্রীকে। কালো টি-শার্ট, নীল টুপি, আর এভিয়েটর সানগ্লাসে হিপস্টার লুকে ফোটোশ্যুটও করে ফেলেছেন তিনি। তবে কোনও প্রফেশনাল ফোটোগ্রাফার নয়, ছবি তুলে দিয়েছেন তাঁর গিন্নিই। তার পরে সেই ছবি নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

 

সেই ছবির ক্যাপশন থেকেই বেরিয়ে পড়েছে রাজের আদরের ডাক নাম— মামমা। শুভশ্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘মামমার ফোটোশ্যুট। যদিও ওর এটা পছন্দ হয়নি।’’

তবে রাজ শুভশ্রীকে আদর করে কোন ডাকনামে ডাকেন তা এখনও জানা যায়নি। নেটিজেনরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কান পেতে আছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular