শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

রমজানের চাঁদ দেখা নিয়ে পাওয়া গেল নতুন তথ্য

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের পবিত্র রমজান মাস ১ মার্চ (শনিবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্র জানিয়েছে, ইসলামী দেশগুলো শুক্রবার অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার চেষ্টা করবে। খবর গালফ নিউজের

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুসারে, নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ১ মার্চ রমজানের প্রথম দিন হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই গণনাগুলো মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারণ ও পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ জানিয়েছেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এবং দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যাবে। তবে আমেরিকার বিস্তীর্ণ এলাকায় এটি খালি চোখেও দৃশ্যমান হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিশ্বে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। কারণ এই দিনে সূর্যাস্তের আগে চাঁদের সংযোগ (conjunction) ঘটবে এবং চাঁদ সূর্যাস্তের পরেও আকাশে থাকবে। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ ইসলামী দেশ পরবর্তী দিন থেকে রমজান মাসের শুরু ঘোষণা করে।

উল্লেখ্য, রমজান মুসলমানদের জন্য পবিত্রতম মাস হিসেবে বিবেচিত হবে। এ মাসে বিশ্বজুড়ে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন, খাদ্য, পানি এবং অন্যান্য দৈহিক চাহিদা থেকে বিরত থাকেন। এটি আত্মশুদ্ধি, ইবাদত ও সৃষ্টিকর্তার প্রতি নিবেদিত হওয়ার সময়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular