বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রণতরীতে নিহত ৭ মার্কিন সেনার নাম প্রকাশ !

নিউজ ডেস্ক:

রণতরীতে নিহত সাত সেনা সদস্যের মৃতদেহ শনাক্ত করেছে মার্কিন নৌবাহিনী। শনিবার জাপান উপকূলে দুর্ঘটনার কবলে পড়া মার্কিন রণতরী ইউএসএস ফিটজজেরাল্ডের ওই সাত সেনা নিখোঁজ ছিলেন। পরে রোববার রণতরীর ক্ষতিগ্রস্ত একটি কম্পার্টমেন্ট থেকে তাদের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

নিহতরা হলেন, ডাকোটা কাইল রিগসবি (১৯), নু হার্নান্দেজ (২৬), কার্লোস ভিক্টর গানজন শিবায়ন (২৩), শিংগো আলেকজান্ডার ডগলাস (২৫), এনগক টি. ট্রুং হাইন (২৫), জাভিয়ার অ্যালেস মার্টিন (২৪) এবং গেরি লিও রেম জর (৩৭)

শনিবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে পণ্যবাহী একটি জাহাজের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজজেরাল্ড দুমড়ে-মুচড়ে যায়। জাহাজটির কিছু অংশ আংশিক তলিয়েও যায়। তখন থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ওই সাত সেনা নিখোঁজ ছিলেন। এরপর মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় জাহাজের বেশিরভাগ সেনা সদস্য ঘুমিয়েছিলেন। মার্কিন নৌবাহিনী বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতোমধ্যেই ডুবুরিরা জাহাজের নিমজ্জিত অংশে তল্লাশি চালিয়েছেন। একাধিক কামরা থেকেই সাত সেনার লাশ খুঁজে পাওয়া গেছে। জাপানের ইয়োকোসুকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের শনাক্ত করা হয়।

সূত্র: বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular