রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার

0
3

ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসকে আবারও রংপুর রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে। এ ছাড়াও দেশি বিদেশি তারকা ক্রিকেটার দলে ভিড়িয়ে নিজেদের প্রায় গুছিয়ে নিয়েছে বিপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও দলটির কোচ কে হচ্ছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। অবশেষে প্রধান কোচ হিসেবে তারা মিকি আর্থারের নাম ঘোষণা করেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলে কাজ করতে আসছেন তিনি। এর আগে ২০১৫-১৬ মৌসুমে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে তারা সরাসরি চুক্তিতে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহকে দলে নিয়েছে। দেশিদের মধ্যে তারা বিপিএলের গত আসরের অন্যতম সেরা পারফর্মার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে। আর রিটেইন করেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদীকে।

এরপর ড্রাফটেও চমক দেখিয়েছে তারা। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুরকে দলে নিয়েছে তারা। আছেন জাতীয় দলের তারকা সাইফ হাসান, সোম্য সরকারও। সব মিলিয়ে এবারের আসরে শিরোপা জয়ের জন্যই লড়াই করতে যাচ্ছে দলটি।