বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যৌন হেনস্তা: অক্ষয়ের শুটিং বন্ধের সিদ্ধান্ত !

নিউজ ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। এর চতুর্থ কিস্তির শুটিং শুরু করেছেন নির্মাতারা। তবে মাঝপথে সিনেমাটির শুটিং বাতিলের ঘোষণা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।

বলিউডে চলমান ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন বেশ জোরালো আকার ধারণ করেছে। অভিনেতা নানা পাটেকরের পর হাউসফুল-ফোর সিনেমার পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ ওঠেছে। এরপরই তার সিদ্ধান্তের কথা জানান অক্ষয়।

এর আগে অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, ‘হেনস্তা নিয়ে একাধিক ঘটনা শোনার পর ভীষণ ভয় পাচ্ছি এবং এটি সত্যিই ভয়ংকর যে নারীদের এমন ঘটনার শিকার হতে হয়েছে। হাউসফুল সিনেমার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানো উচিৎ। এটি চলতে দেয়া যায় না।’

এরপর অক্ষয় কুমার তার টুইটারে অ্যাকাউন্টে লেখেন, ‘আমি গত রাতে দেশে পৌঁছেছি, এরপর সব খবর পড়লাম। এটি খুবই হতাশাজনক। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত হাউসফুল-ফোর সিনেমার প্রযোজককে শুটিং বাতিলের অনুরোধ করেছি। আমি কোনো দোষী ব্যক্তির সঙ্গে কাজ করব না। যারা হেনস্তার শিকার হয়েছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনে প্রাপ্য ন্যায়বিচার দেয়া উচিৎ।’

এদিকে অক্ষয় সিনেমাটির শুটিং বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর হাউসফুল-ফোর সিনেমার পরিচালকের আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাজিদ খান। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং আমার পরিবার, হাউসফুল-ফোর সিনেমার প্রযোজক ও শিল্পীদের ওপর যে চাপ দেয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি, নৈতিক দায়িত্ববোধ থেকে পরিচালকের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমার মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত সত্য প্রকাশ না পাচ্ছে এ বিষয়ে কোনো বিচার করবেন না।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular