নিউজ ডেস্ক:
অনেক সময় মেসেজ, ভিডিও, অডিও ও নানা ধরনের ফাইলে হোয়াটসঅ্যাপের চ্যাট অ্যাপ্লিকেশন ভরে যায়। তখন স্টোরেজ খালি করার জন্য আপনাকে চ্যাটগুলো মুছে ফেলতে হয়।
কিন্তু সেখানেও অনেক চ্যাট মেসেজ, ছবি, ভিডিও থাকে, যেগুলি আপনি রেখে দিতে চান। অথচ আপনাকে এক একটি চ্যাট ধরে ধরে ডিলিট করে দিতে হয়। আর এই বিষয়টি মাথায় রেখে ‘স্টোরেজ ম্যানেজমেন্ট’ ফিচারে বড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, যারা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা এবার থেকে নতুন উপায়ে চ্যাট ডিলিট করতে পারবেন। প্রথমত এবার থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে কতটা টেক্সট মেসেজ, কতটা অডিও মেসেজ, ছবি, ভিডিও, অন্যান্য নথি রয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ পেয়ে যাবে।
এরপর ওই ছবি বা মেসেজ আলাদা করে দেখে দেখে ডিলিট করে দিতে পারবেন আপনি। আবার এক সঙ্গেও মুছে দিতে পারবেন হোয়াটসঅ্যাপের চ্যাট। এটি হোয়াটসঅ্যাপের v2.17.340 বিটা ভার্সনে পাওয়া যাবে বা প্লে স্টোর থেকেও এটি ডাউনলোড করা যাবে বলে জানা গেছে।