বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে দেশে শুধুমাত্র নারী সেনাদের নিয়ে তৈরি হয়েছে ‘স্পেশাল ফোর্স’

নিউজ ডেস্ক:

প্রত্যেক দেশের সেনাবাহিনীতে থাকে একটা স্পেশাল ফোর্স। শক্তিশালী সেই ফোর্স চোখের নিমেষে শত্রুপক্ষকে ধুয়ে-মুছে সাফ করে দিতে পারে। তবে নারীদের নিয়ে তৈরি স্পেশাল ফোর্স রয়েছে শুধুমাত্র নরওয়েতে।

ভয়ানক সেই বাহিনীর নাম Jegertroppen। ২০১৪ সালে তৈরি হয়েছিল এই বাহিনী। সেইসময় স্পেশাল ফোর্সে নারীদের চাহিদা তৈরি হয়েছিল। কারণ আফগানিস্তানের মত দেশে পুরুষ সৈন্যদের স্থানীয় নারীদের সঙ্গে কথা বলতে দেওয়া হত না। ফলে কাজ করতে অসুবিধা হত।

পুরুষ সেনাদের থেকে কোনও অংশে কম নয় নরওয়ের এই Jegertroppen। তারাও একই রকম ভার বহন করে। কেউ কেউ পুরুষ সৈন্যদের থেকেই বেশি ওজনের ব্যাকপ্যাক নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়। এই ইউনিটের সদস্য হওয়া মুখের কথা নয়। ট্রেনিং প্রোগ্রামের অংশ নেওয়ার জন্য ৬০ পাউন্ড মিলিটারি গিয়ার নিয়ে দৌড়তে হয় চার মাইল। ৫২ সেকেন্ডের কম সময়ে চার মাইল ঘুরে আসতে হয়। এছাড়া ট্রেনিং প্রোগ্রামে থাকে মিলিটারি এয়ারক্রাফট থেকে প্যারাশুটিং, আর্কটিকে স্কিইং সবই রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular