জানা গেছে, গতকাল শনিবার (২ জানুয়ারি) বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিসিবির এক সূত্র জানিয়েছে, হান্নান এক মাসের নোটিশ দিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং হান্নান সরকারও। তিনি জানিয়েছেন, মূলত কোচিং ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, যদিও পরবর্তীতে নির্বাচক হিসেবে বিসিবিতে যোগ দেন।
বিসিবির পক্ষ থেকে জানা গেছে, ২০২৬ সাল পর্যন্ত হান্নানের চুক্তি ছিল। তিনি মাসিক ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পান, তবে শুরু থেকেই এটি তার জন্য সন্তোষজনক মনে হয়নি। ভবিষ্যতে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা চিন্তা করেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।