যেভাবে নির্মিত হচ্ছে এশিয়ার ‘সবচেয়ে ব্যয়বহুল’ সিনেমা (ভিডিও) !

0
26

নিউজ ডেস্ক:

দাবি করা হচ্ছে এশিয়ায় আগে কখনো ৫০০ কোটি টাকা খরচ করে সিনেমা নির্মাণ করা হয়নি।  বড় বড় নাম জড়িয়ে যাওয়ায় রজনীকান্তের ‘২.০’ ছবিটি আগে থেকেই আলোচনায় ছিল।

ব্যয়বহুল বাজেটের ছবি হওয়ায় নিয়মিতই তা খবরের জন্ম দিচ্ছে।  নির্মাতা পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছবিটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি ১৯ লাখ টাকা (৪০০ কোটি রুপি)।

‘২.০’ ছবিটির পরিচালক হিসেবে আছেন জনপ্রিয় তামিল নির্মাতা এস শঙ্কর। বলিউড অভিনেতা অক্ষয় কুমার আছেন খল চরিত্রে। নায়িকা অ্যামি জ্যাকসন।  কল্পবিজ্ঞান ধাঁচের এ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৫ জানুয়ারি। বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যাক মোট সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শ্যুটিং সেটে ধারণ করা একটি ভিডিও শুক্রবার সন্ধ্যায় টুইটারে দিয়েছেন রজনীকান্ত।