বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যেখানে মাটির ২৬ ফুট গভীরে বিলাসবহুল বাড়ি, রয়েছে চাঁদ-তারাও !

নিউজ ডেস্ক:

লোকচক্ষুর অন্তরালে বিলাসবহুল বাড়ি। যুক্তরাষ্ট্রের লাস ভোগাসে ১৭ লক্ষ মার্কিন ডলারে নির্মাণ হয়েছে এই বিলাসবহুল বাড়িটি।
১৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই আবাসন। অভিনব এই বাড়িটির মধ্যে সম্পূর্ণ প্রকৃতিকে এনেছেন নির্মাতা জেরি হিন্ডারসন৷

সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭৮ সালে আমেরিকায় ঠাণ্ডাযুদ্ধের সময় এই বাড়ি বানানো হয়েছিল বলেই জানানো হয়। মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এই বাড়ির বাংকারটিতে প্রাকৃতিক অনুভূতির জন্য আছে কৃত্রিম আকাশ, তারা।

এছাড়াও বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলি দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকারের মতো পরিবেশ তৈরি করতে পারে। তবে শুধু চাঁদ-তারা-আকাশ নয়, দৈন্যন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য আছে একটি সুইমিং পুল, দু’টি বাথটব ও একটি স্টিমবাথ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular