উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি পারমাণবিক অস্ত্র পরীক্ষায় উৎসাহ দেয় যা ‍’বিশ্বের জন্য বিপজ্জনক

0
27

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি পারমাণবিক অস্ত্র পরীক্ষায় উৎসাহ দেয় যা ‍’বিশ্বের জন্য বিপজ্জনক একটি খেলা’ উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মন্ত্রীসভায় দেয়া এক বক্তৃতায় রুহানি বলেন,  উত্তর কোরিয়া আজ কেন এই পথ বেছে নিয়েছে যা পূর্ব এশিয়ার জনগনকে উদ্বিগ্ন করছে? এটি উত্তর কোরিয়ার অস্তিত্বের বিরুদ্ধে হুমকির কারণে।

তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কি কেউ কৌতুক করতে পারে? একটা দেশ যখন ওই ক্ষমতা অর্জন করে, তখন তাকে কেন্দ্র করে হুমকি দেয়ার খেলা সারা বিশ্বের জন্য বিপজ্জনক খেলায় পরিণত হয়। আমরা বিশ্বাস করি, এই সমস্যা অবশ্যই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

উল্লেখ্য, উত্তর কোরিয়া সপ্তাহান্তে যে ষষ্ঠ পারমাণবিক বোমাটি পরীক্ষা শেষ করে, সেটি একটি হাইড্রোজেন বোমা যা ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। আর এতেই যুক্তরাষ্ট্র ওই দেশটিকে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে।