বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যেকোনো মুহূর্তে রাশিয়া-আমেরিকার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ !

নিউজ ডেস্ক:

বিশ্বযুদ্ধের আশঙ্কায় ভুগছে রাশিয়ার ৩০ শতাংশ মানুষ। যেকোনও মুহূর্তে আমেরিকার সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যেতে পারে। সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষনায়। শুধু তাই নয়, গবেষণায় আরও উঠে এসেছে যে সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়ার মানুষদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।

রাষ্ট্র পরিচালিত রাশিয়ান জনমত সমীক্ষা চালায় এই সংস্থা। ভিসিওম চলতি মাসের ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত এই গবেষণা চালিয়েছে। এক হাজার ২০০ ব্যক্তির ওপর এই গবেষণা চালানো হয়েছে। গবেষণাতে অংশগ্রহণকারীদের ১৪ শতাংশ মনে করেন, রুশ-মার্কিন যুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে। মার্চে মাত্র ৭ শতাংশ রুশ নাগরিক ট্রাম্পের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গেছে, এই সংখ্যা বেড়ে ৩৯ শতাংশে পৌঁছে গেছে। সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ট্রাম্পকে নিয়ে রাশিয়ার জনগণের মোহভঙ্গ হয়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular