বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যার জমি আছে ঘর নেই-তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন জেলা প্রশাসকের ॥ জেলায় গৃহ নির্মাণ করা হবে ৩৬৮টি

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ যার জমি আছে ঘর নেই-তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প- এর আওতায় ঘর তৈরির জন্য উপজেলা প্রশাসনকে দায়িত্ব প্রদান করা হয়েছে । আশ্রয়ণ প্রকল্প-এর মূল উদোশ্য হলো ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন করা । ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা। আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ করা। মেহেরপুর জেলায় ৩৬৮টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। গৃহ নির্মাণ তালিকায় সদর উপজেলায় স্থান পেয়েছে ৩৩৫ টি সৌভাগ্যবান পরিবার পরিবার, মুজিবনগর উপজেলায় ১৯টি পরিবার, গাংনী উপজেলায় ১৪টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। জেলা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ঘরের কাজ মনিটরিং চলছে। প্রতিটি ঘর তৈরির কাজে ১ লক্ষ টাকা ব্যয়ে করা হবে। গৃহ নির্মাণের কার্যক্রম দ্রুতগতিতে শুরু হয়েছে।
গৃহ নির্মান প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক সদর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এ প্রকল্পে কোন নিয়ম হলে তার মেনে নেয়া হবে না। প্রতিনিয়ত জেলা সকল এলাকা পরিদর্শন করা হবে। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশরী আজিম উদ্দিন সরদার তাঁর সাথে ছিলেন। সদর উপজেলায় এই প্রকল্পে ৩কোটি ৩৫ লাখ টাকায় ৩৩৫টি ঘর নির্মান করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular