বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মৌলভীবাজারে ঘেরাও করে রাখা দু’টি বাড়ির মালিককে নিয়ে ধুম্রজাল !

নিউজ ডেস্ক:

মৌলভীবাজারের বড়হাট ও  খলিলপুরের ফতেপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার ভোররাত থেকে ওই দুইটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। দুটি বাড়ীর মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

পুলিশের জানিয়েছে, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই আবার লন্ডন প্রবাসী।

তবে এই সাইফুর রহমান দুইজন একই ব্যক্তি কি না- তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজালের। পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

জানা গেছে, খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের ফতেপুর এলাকার বাড়িতে থেকে থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখনো ভিতর থেকে কোন সাড়া মেলেনি। নিরাপত্তার জন্য সাংবাদিকসহ কাউকে বাড়িটির আশপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular