নিউজ ডেস্ক:
ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে সীমানা থাকলেও দক্ষিণ চীন সাগরে চীনেরই একক আধিপত্য। এতে ভারতের প্রবেশ প্রসঙ্গেও প্রতিবারই কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন।
আগামী ২৬ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার সঙ্গে বৈঠকে দক্ষিণ চীন সাগরে চীনের একক আধিপত্য নিয়েও আলোচনা করতে চায় ভারত। তার আগেই দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও আমেরিকাকে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেঙ্গ ছুয়াঙ্গ বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও আশিয়ান দেশগুলির মধ্য পরিস্থিতি অনেকটাই শান্ত। আশা করি অন্যান্য দেশও সেই শান্তি ও স্থিরতার প্রতি সম্মান বজায় রাখবে এবং এ বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করবে।