বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মোংলায় অপারেশন ডেভিল হান্টে আগ্নেয়াস্ত্র সহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক 

খালিদ হাসান,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় রাতভর বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশন ”ডেভিল হান্ট” বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ’সহ ৪’জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০’টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ বিষয় টা নিশ্চিত করেন।
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১’ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১’টা হতে ভোর ৬’টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত এ অভিযানে মোংলার বিভিন্ন এলাকা হতে সর্বমোট ৪’জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেনঃ- মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), মোঃ ডালিম (৫২), মোঃ শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬)কে ১’টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ আটক করা হয়।
জব্দকৃত আলামত’সহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও সুন্দরবনকে ডাকত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular